শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

রাশিয়ার নিষেধাজ্ঞায় বাইডেন ট্রুডোসহ অনেকেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আরটি এবং রায়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।  

ক্রেমলিনের ঘোষণা উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটি বলছে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বেশ কজন নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসাবে মস্কো মোট ১৩ জন জন আমেরিকানের ওপর এই নিষেধাজ্ঞা দিচ্ছে।

তালিকায় প্রেসিডেন্ট বাইডেন এবং তার কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকিও রয়েছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকেও রাশিয়ার এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

আরটি বলছে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এসব আমেরিকান রুশ ফেডারেশনে প্রবেশ করতে করতে পারবেন না। তবে একইসাথে বলা হয়েছে, রাশিয়ার ‘জাতীয় স্বার্থে’ ভবিষ্যতে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সম্ভাবনা নাকচ করা হচ্ছেনা।

ক্রেমলিনের বিবৃতি উদ্ধৃত করে আরটি বলছে নিষেধাজ্ঞার তালিকায় ‘অদূর ভবিষ্যতে’ আরও নাম দেয়া হবে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর ক্রমাগত নিষেধাজ্ঞার জবাবে এবার উল্টো নিষেধাজ্ঞা জারি করলো মস্কো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের জন্য রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথমে এই তালিকায় না থাকলেও পরে নতুন করে যোগ করা হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম। এছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির তালিকায় উপরের সারিতেই ছিলো কানাডা। এর আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি রুশ পার্লামেন্ট সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিলো ট্রুডো সরকার।

এদিকে পশ্চিমা নেতাদের ওপর রাশিয়ার এই নিষেধাজ্ঞাকে অবশ্য প্রতীকী হিসেবেই ধরা হচ্ছে। নিষেধাজ্ঞার বিবৃতিতে বলা হয়, এই সকল ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনবোধে উচ্চ পর্যায়ে যোগাযোগও করা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102