সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

রাণীশংকৈল নির্বাহী কর্মকর্তার উদৌগে হুইল চেয়ার বিতরণ অব্যাহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাও সংবাদদাতাঃ একটি, দুইটি করে প্রায় প্রতিদিন অসহায় প্রতিবন্ধী হাটাচলা করতে অক্ষম ব্যক্তিদের উপজেলার বিভিন্ন গ্রামে ও বাড়িতে বাড়িতে গিয়ে একশত টি হুইলচেয়ার বিতরণ সম্পন্ন করলেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।আর এই মানবিক কাজটি করতে তাকে সর্বোচ্চ সহযোগীতা করেছেন প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীগণ। সহযোগীদের অন্যতম সহকারী ভুমি কমিশনার, বরেন্দ্র অফিসার,ভুমি উপসহকারী কর্মকর্তারা সহ আরো অনেকে।

অসহায় প্রতিবন্ধীদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংবাদকর্মী স্বেচ্ছাসেবক সংগঠন সহ আরো অনেকে এবং উপজেলা নির্বাহি অফিসার এগুলোকে সঠিকভাবে যাচাই-বাছাই করে যারা সহায়তা পাওয়ার যোগ্য তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও, হোসেনগাঁও  গ্রামে তিনটি হুইলচেয়ার বিতরণের মাধ্যমে একশত জন অসহায় ব্যক্তিকে এই মানবিক সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন। অনেক পরিবারের অক্ষম তাদের এই সহায়তা পাওয়ার কথা ব্যত্ত করে এই প্রতিনিধিকে বলেন হাটাচলা করতে না পেরে অনেক বয়স্ক,প্রতিবন্ধি,চলতে অক্ষম ব্যক্তিরা বাড়িতে একঘেয়েমি হয়ে মানসিক ভাবে জীবন যাপন করছিলেন তারা এই হুইলচেয়ার পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে চলাচল করতে পারবেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন,আমরা উপজেলা প্রশাসন সবসময়ই অসহায় অসচ্ছল ও অক্ষম ব্যক্তিদের পাশে আছি এবং এই সহযোগিতা আমাদের সব সময় চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা এই উপজেলার প্রতিটি হাটাচলা করতে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার দিয়ে একটু সহযোগিতা করতে চাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102