সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

অপ্রতিরোধ্য বুবলী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দেশে করোনাকাল শুরু হওয়ার পর ব্যক্তিগত কারন দেখিয়ে প্রায় বছরখানেক অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

তারপর ফিরে এসে গত বছরের শুরুর দিক থেকে নিয়মিত কাজ করছেন তিনি। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন ছবিতে।

করোনাকালে যেখানে পুরো চলচ্চিত্রাঙ্গনটাই ধুকছে সেখানে নিয়মিত নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়াটা অবশ্যই বিশেষ অর্জন। আর সেই অর্জনটিই পাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বলা যায় চলতি সময়ের সবচেয়ে সক্রিয় অভিনেত্রী এই বুবলী।

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার এই ধারাবাহিকতায় সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামের একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন এই চিত্রনায়িকা। এতে তার সহশিল্পী আদর আজাদ।

এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘ সবাই হয়ত আমার জন্য দোয়া করেন, তাই নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছি নিয়মিত।

তবে আমি সিনসিয়ারভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করি। তাই হয়ত সবাই আমাকে ভালোবাসেন। আমার কাজটিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে যাব। এ জন্য সবার শুভ কামনা চাই।’

এই ছবি ছাড়াও আরও এক গুচ্ছ ছবির কাজ রয়েছে বুবলীর হাতে। সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102