বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও এ ধর্ষণের দায়ে অভিযুক্ত আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৮০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে মানসিক প্রতিবন্ধি যুবতীকে(২২) ধর্ষণের অভিযোগে মকছেদুল ইসলাম(৩৮) নামের এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

৫ জানুয়ারি (বুধবার) মকছেদুল কে আটক করে ঠাকুরগাঁও থানার পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। এর আগে বুধবার সকালে প্রতিবন্ধী যুবতীর মা বাদি হয়ে মকছেদুলের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত মকছেদুল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকার মৃত নূরল হকের ছেলে।

মামলার বিবরনে জানা যায়,০৪ জানুয়ারি বিকালে প্রতিবন্ধি যুবতীকে বাসায় একা পেয়ে প্রতিবেশি মকছেদুল ইসলাম ঘরের ভিতর প্রবেশ করে জোড় পূর্বক ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধি সেই মেয়ের চিকিৎকার পেয়ে তার মা ও স্থানীয়রা এসে মকছেদুল কে আটক করে থানায় খবর দেয়।এ ঘটনায় প্রতিবন্ধি কিশোরীর মা থানায় বাদী হয়ে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার ১ নং-আসামী মকছেদুল কে আটক করেন পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ  তানভিরুল ইসলাম বলেন এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে এক জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করেছেন। আমরা সেই মামলার আসামীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102