বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রকে কুপিয়ে খুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মেহেদি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছেন দুই জন। নিহত মেহেদি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

আহতরা হলো ঠাকুরগাঁও জেলা পরিষদপাড়ার জুয়েলের ছেলে আরমান ও এলাকার  মিঠুর ছেলে গালিফ। এই দুইজনও সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একজন ৯ম শ্রেণির ছাত্র অপরজন এসএসসি পরীক্ষার্থী।

বুধবার রাতে শহরের বিসিক দুরামারি এলাকার শামিমের হোটেলের পাশে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে।  

প্রত্যক্ষদর্শী সাদেকুল জানান, রাত আটটার দিকে কিশোর বয়সী কিছু ছেলের চিল্লাচিল্লি শুনে বাজারের লোকজন এগিয়ে গিয়ে তিন জনকে রক্তাক্ত অবস্থায় পায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.সাবরিনা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। গালিব ও আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়ালেখা করত। সন্ধ্যায় একজন তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়। 

আহত আরমানের বাবা মো.জুয়েল জানান, বুধবার সন্ধ্যার পর আমার ছেলে আরমান ও বোনের ছেলে গালিব এবং  প্রতিবেশী মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিক শিল্প নগরী এলাকার শামিমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল।

এসময় রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদিত ও গালিবকে বেধরক পেটায়। এক পর্যায়ে ঐ দুর্বৃত্তরা ধারালো ছোড়া দিয়ে মেহেদিকে কোপাতে থাকে, এসময় মেহেদিকে বাঁচাতে আমার ছেলে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হবার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102