শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

রাজনগরের শারদীয় পুজা উত্তর পুণর্মিলনী অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের সৈয়দনগর সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় পুজা উত্তর পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে সৈয়দনগর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রণয় চন্দ্র দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট মৌলভীবাজার জেলা এর সাবেক ট্রাস্টি ও আহবায়ক সিনিয়র আইনজীবী সুনীল কুমার দাস।
রিন্টু দাশ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুভাস সরকার, লোকনাথ সেবাশ্রম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক চন্দন রায়, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য রিপন কান্তি ধর রুপক।
গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে ও উর্ত্তরীয় পড়িয়ে এবং প্রধান অতিথির হাতে শুভেচ্ছা মানপত্র তুলে দিয়ে বরণ করে নেন পুজা কমিটির সদস্যবৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পল্লব কান্তি দেব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমীর কান্তি দেব সুজিত, দয়াময় গোস্বামী প্রমুখ। এসময় পুজা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট সুনীল কুমার দাস তার বক্তব্যে বলেন, যেকোন প্রয়োজনে আমার সাধ্যমতো এবং বিভিন্ন সরকারি অনুদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করবো।
বিশেষ অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুভাস সরকার বলেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে যতটুকু সহযোগিতা করা যায় সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি তা করবো বলে আপনাদেরকে আশ্বস্ত করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102