মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

তেতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ শিংহা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। শিশু সিংহা মাথাফাটা গ্রামের সাইদুল হকের
ছেলে।
স্থানীয়রা জানান শিশুটির খেলা করার সময়ে বাড়ি থেকে কিছুদূরে থাকা একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন।
বেশ কিছুক্ষণ পর পানিতে শিশুটিকে ভাসতে দেখে সেখান থেকে স্থানীয়রা  দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকি হাসপাতালে ছুটে যান।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত শিশুটির মরদেহ তেতুলিয়া হাসপাতালে জরুরি বিভাগের আউটডোর মধ্যে পুলিশ হেফাজতে রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102