সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পিঠা মেলা ও মৃৎশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
শীতের আগমনী উৎসবকে ঘিরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় পিঠা মেলা ও মৃৎশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
“ঐতিহ্যের রঙে, শিল্পের ঢঙে — ঠাকুরগাঁওয়ের মাটিতে নব উচ্ছ্বাসের জোয়ার।” এ শ্লোগানের আঙ্গিকে রবিবার (২ নভেম্বর) জেলা ডিসি পর্যটন পার্কে বর্ণাঢ্য পিঠা মেলা ও মৃৎশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মেলায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা তাদের নিজস্ব হাতে তৈরি নানান শিল্পপণ্য প্রদর্শন করেন।ঐতিহ্যবাহী মাটির পাত্র, ফুলদানি, ঘর সাজানোর সামগ্রীসহ নানা নান্দনিক পণ্য স্থান পায় এ প্রদর্শনীতে। সেই সাথে পিঠার স্বাদ গ্রহণ করতে দর্শনার্থীদের আগ্রহ ও উৎসাহে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় কারিগরদের তৈরি শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা তার বক্তব্যে বলেন, “মৃৎশিল্প আমাদের ঐতিহ্যের প্রতীক। এ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং এ শিল্পের ধারাবাহিকতা রক্ষায় সৃজনশীলতা ও আধুনিকতার সমন্বয় ঘটাতে হবে।”
তিনি আরও জানান, জেলার মৃৎশিল্পীদের দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি ১০ দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তৈরি পণ্য বিক্রির অর্থ তাদের মধ্যেই বণ্টন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপ- পরিচালক (স্থানীয় সরকার ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, মোরশালীন তুরাগ ও নাঈম আশরাফ প্রমুখ।
এছাড়াও মেলায় শিল্পপ্রেমী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ঐতিহ্য, স্বাদ ও মৃৎশিল্পের এক অনন্য সমন্বয়ে এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে, যেখানে মাটির গন্ধ ও পিঠার সুবাসে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102