শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

৮ দফা দাবীতে শ্রীমঙ্গলে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭১ এই পর্যন্ত দেখেছেন

সারা দেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহত্তর সিলেটবাসীর বিভিন্ন সংগঠনের উদ্যোগে সিলেট থেকে কমলাপুর পর্যন্ত বিভিন্ন রেলওয়ে স্টেশনে আয়োজিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শ্রীমঙ্গলেও কর্মসূচী পালন করেন আন্দোলনকারীরা।

৮ দফা দাবী বাস্তবায়ন পরিষদ শ্রীমঙ্গল সমন্বয় কমিটির আহবায়ক মোঃ কাওছার ইকবালের পরিচালনায় ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক আনহার আহমেদ সমশাদ, সালেহ এলাহী কুটি, আমজাদ হোসেন বাচ্চু, এহসান বিন মুজাহির, ব্যবসায়ী নেতা হাফিজ আহমেদ, আকতার হোসেন, শাহীন আহমেদ, সমাজকর্মী মোঃ মোজাহিদুল ইসলাম, আক্তারুজ্জামান দিপু, হারুন অর রশিদ, ফারহান তানভীর ফাহিম, মোঃ শহজাহান আহমেদ, মোঃ নাঈম হাসান, শাহেদ আহমেদ রানাসহ অনেকে। এ ছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, সিলেট থেকে ঢাকা ও কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালু, আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজে রূপান্তর, বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু এবং নতুন ইঞ্জিন সংযোজনসহ ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষ সিলেট বিভাগের উন্নয়নকে উপেক্ষা করছে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঢাকা–সিলেট মহাসড়কের ধীরগতির কাজের কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এখন মানুষের একমাত্র ভরসা রেলপথ, তাই এর দ্রুত সংস্কার ও আধুনিকায়ন প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সিলেটের প্রতি বৈষম্য কোনো নতুন বিষয় নয়। স্বাধীনতার পর থেকেই এ অঞ্চলের উন্নয়ন ধারাবাহিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। রেলপথ থেকে সড়কপথ—সবখানেই অবকাঠামোগত উন্নয়ন বন্ধ করে রাখা হয়েছে। তারা প্রশ্ন তোলেন—সিলেটবাসীর সঙ্গে এই বৈষম্য ও ষড়যন্ত্র কেন?

তিন দশক ধরে নানা অজুহাতে সিলেট বিভাগের রেলপথ ও সড়ক-মহাসড়কের যৌক্তিক উন্নয়ন বন্ধ কেন? তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলে একের পর এক মেডিকেল, কৃষি, বিজ্ঞান ও কারিগরি কলেজ স্থাপিত হলেও সিলেট বিভাগে তা হচ্ছে না কেন?

বক্তারা আরও বলেন, সিলেটের ঐতিহ্যবাহী চা শিল্প আজ অবহেলার শিকার। দেশের ধানক্ষেতেও এখন চা উৎপাদন হচ্ছে, অথচ আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র সিলেট আজ আঞ্চলিক নিলাম কেন্দ্রে পরিণত হয়েছে। এটি সিলেটবাসীর জন্য এক বড় অবমাননা।

আন্দোলনকারীরা জানান, এই আন্দোলন কেবল রেলপথ উন্নয়নের দাবি নয়, এটি বৃহত্তর সিলেট অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন। তারা বলেন, সিলেটবাসীর ন্যায্য দাবিগুলোর বাস্তবায়নের জন্য সবাই এখন একত্রিত, এবং এই ঐক্যই আগামী দিনের পরিবর্তনের শক্তি হবে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে সিলেট অঞ্চলের অর্থনীতি ও পর্যটন খাতের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102