মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

আওয়ামী লীগ দুর্নীতির উন্নয়ন করছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: উন্নয়নমূলক কাজ যেটা আওয়ামী লীগ এখন করছে, এটা হচ্ছে সম্পূর্ণভাবে তাদের দুর্নীতির উন্নয়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরের দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো করাই হয়েছে মেগা দুর্নীতির জন্য। সাধারণ মানুষ নিজেই বলবে কোনো কাজ কোনো দপ্তরে গেলে দুর্নীতি ছাড়া হয় না। পদ্মা সেতুতে বাজেট বাড়ানো হয়েছে, বড় বড় মেগা প্রজেক্টে বাজেট বৃদ্ধিসহ বিদ্যুৎ খাতেও চরম দুর্নীতি করা হচ্ছে।

‘আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে এবং করেই যাচ্ছে, আর সেজন্যই একদলীয় ফ্যাসিস্ট সরকার পাকাপোক্ত করার জন্য গণতন্ত্র ধংস্ব করে দিয়েছে।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আলুর দাম কোল্ডস্টোরে কম, কিন্তু ঢাকায় বেশি। কৃষকদের ন্যায্যমূল্য পাইয়ে দিতে সরকার কার্যকরি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রতিটি ক্ষেত্রে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। ব্যাবসায়ী সিন্ডিকেট সরকারের সহযোগীতায় এই দাম বৃদ্ধি করছে।

সাম্প্রদায়িক হামলা সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ব্যক্তিগত সম্পত্তি এবং সেভাবেই তাদের সাথে ডিল করে। দেশ স্বাধীনের পর থেকে জরিপ করে দেখা যাবে, এই ঘটনাগুলো বেশিরভাগেই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আর এবারের সব ঘটনাতেই আওয়ামী লীগ সরকার জড়িত, সেগুলো পত্রিকায়-চ্যানেলে দেখানো হয়েছে।

‘কিন্তু দুঃখের বিষয় দেশের পরাষ্ট্রমন্ত্রী কয়দিন আগে বলেছেন, দেশে কোনো মন্দির ধ্বংস করা হয় নাই। আমি আশা করি এসব বিষয় আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা ভালোভাবে বুঝবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102