বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

চীনের চাপের কাছে নতিস্বীকার করবে না তাইওয়ান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের চাপের কাছে নতিস্বীকার করবে না তাইওয়ান এবং নিজেদের গণতান্ত্রিক পন্থার জীবনকে সুরক্ষিত রাখবে। রোববার চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এসব কথা বলেন। বিবিসি এ খবর জানিয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যত বেশি অর্জন করি, চীনের কাছ থেকেও ততবেশি চাপের মুখোমুখি হই।’ তাইওয়ানের জাতীয় দিবস উপলক্ষ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে গতকাল শনিবার বেইজিংয়ের গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং তাইওয়ানকে চীনের সঙ্গে পুনঃএকত্রীকরণের ঘোষণা দেন। শি জিন পিং শান্তিপূর্ণভাবে একত্রীকরণের এ ঘোষণা দিলেও সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেননি।

চীনের প্রেসিডেন্টের এ বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়। তাদের পক্ষ থেকে বলা হয়, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল এর জনগণই নির্ধারণ করতে পারে। প্রসঙ্গত, গত বছর তাইওয়ানের জাতীয় নির্বাচনে চীনের বিরুদ্ধে সুর তুলে বিপুল ভোটে জয়ী হন সাই ইং-ওয়েন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102