

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে ‘Alamgir For Tomorrow’ নামের একটি আধুনিক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।
উদ্বোধনী বক্তব্যে শামারুহ মির্জা বলেন, “ঠাকুরগাঁও একটি সম্ভাবনাময় জেলা। সঠিক পরিকল্পনা, জনসম্পৃক্ততা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই জেলার উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব। ‘Alamgir For Tomorrow’ ওয়েবসাইটটি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উদ্যোগ।”
তিনি জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা, জনগণের মতামত, সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রূপরেখা সবার সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি আধুনিক ও জনবান্ধব উন্নয়ন কাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের জন্য ৭টি অঙ্গীকার ঘোষণা করেন। অঙ্গীকারগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা, যোগাযোগ নবজাগরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামারুহ মির্জা বলেন, ‘Alamgir For Tomorrow’ শুধু একটি ওয়েবসাইট নয়; এটি ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একটি স্বপ্ন, একটি রূপরেখা এবং জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনের একটি কার্যকর মাধ্যম।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।