শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল স্থলবন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯২-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৮৫ শার্শা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর পরিচালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল স্থলবন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজমুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এ আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহর উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৪ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি সাহেব আলী মাস্টার, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামা হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য, লেবার সরদার এবং বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মোনাজাতের আগে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102