পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণসংযোগ আয়োজন বিষয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তেতুলিয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আলোচনা করেন এবং আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম,
তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, তেতুলিয়া সহকারী কমিশনার ভুমি এসএম আকাশ,
তেতুলিয়া নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান,তেতুলিয়া মডেল থানা ওসি রাশেদুল ইসলাম প্রমুখ।