শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

সিলেটে

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. নুর মিয়ার দাফন সম্পন্ন

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ এই পর্যন্ত দেখেছেন

শনিবার (১৩ সেপ্টেম্বর)  রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়া (৭৫)-দাফন সম্পন্ন করা হয়েছে।

দুপুর ১২ টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের সিলাম মোহাম্মদ পুর ঈদগাহ মাঠে মরহুমের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন,পুস্পার্ঘ্য অর্পন,সরকারী নিয়মে সম্মান প্রদর্শন জানানো হয়েছে।

মরহুমের কফিনে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়,মোগলাবাজার থানার ওসি তদন্ত তোবারক হোসেন,পুলিশ প্রশাসনের একটি টিম সহ সামাজিক সংগঠন শ্রদ্ধা জানান ।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জোহরের নামাজের পর ঈদগাহে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা জিয়াউর রহমান। নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ অংশ নেন।

পরে মোহাম্মদ পুর মাঝপাড়া গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।এ সময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান,আরো ছিলেন মাওলানা আবুল বশর সহ অনেক হুজুরবর্গ।

উল্লেখ‍্য মো. নুর মিয়া হাসপাতালে চিকিৎসা শেষে খোজারখলা বাড়িতে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন।মৃত্যুকালে তাঁর স্ত্রী মোছা.আমিনা বেগম,৩ ছেলে ও ১ মেয়ে,নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102