বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রব্যবস্থা, এবং নাগরিক মর্যাদার আজ বড় প্রশ্নের মুখে। সম্প্রতি দেশের একজন সাবেক নির্বাচন কমিশনার কে প্রকাশ্যে অপমান, গালিগালাজ ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে, যা শুধু ব্যক্তি নয়, পুরো রাষ্ট্রীয় কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করেছে।
এই অপমান কোনো অন্ধকার গলিতে নয়, ঘটেছে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে, জনসমক্ষে। হামলাকারীরা নিজেদের ধর্মের/ গণতন্ত্রের প্রতিনিধি দাবি করলেও, তাদের আচরণ ছিল বর্বর, অসভ্য, এবং চরম জঙ্গিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
এ ঘটনা বাংলাদেশের জন্য শুধু লজ্জাজনক নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক বার্তা দেয়।
কোথায় রাষ্ট্র? সুদী মহাজন ইউনুস? এই প্রশ্ন আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যখন একজন নির্বাচন কমিশনার — একজন সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি — রাষ্ট্রীয় নিরাপত্তা পান না, তখন সাধারণ মানুষের কী অবস্থা হবে, কি হবে ভিন্নধর্মালম্বী ,ভিন্ন মতালম্বী,ভিন্ন দলের তা সহজেই অনুমেয়।
আরও ভয়াবহ বিষয় হলো, এই ঘটনা ঘটেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে, কিন্তু তারা নিষ্ক্রিয় থেকেছে। এটা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা রাষ্ট্রের আত্মসমর্পণ।
কোথায় মানবাধিকার কর্মীরা?
যখনই কোনো ইস্যুতে ‘মানবাধিকারের’ কথা বলা হয়, তখন একদল সুশীল, এনজিও, আন্তর্জাতিক সংগঠন উঠে পড়ে লাগে। কিন্তু এই ঘটনায় তাদের নিশ্চুপ থাকা — একধরনের পক্ষপাতিত্ব নয় কি?
ধর্মের অপব্যবহার—–
এখানে ধর্মকে ঢাল হিসেবে ধর্মীয় পোশাক ব্যবহার করে, মুখবর্তী দাড়ি নিয়ে কিছু উগ্র গোষ্ঠী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অপমান করছে।
আসল ইসলাম কিংবা গণতন্ত্রে কোথাও এই ধরনের আচরণ সমর্থন করে না।
বরং, এটা স্পষ্ট জঙ্গিবাদী মনোভাব, যা শান্তিপ্রিয় সমাজের জন্য হুমকি।
এইভাবে রাষ্ট্র চলে না
বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে মতের পার্থক্য থাকতে পারে, সমালোচনা হতেই পারে — কিন্তু প্রকাশ্যে কাউকে হেয় করা, আক্রমণ করা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা ছিল না এটা শুরু হয়েছে গত ৫ই অগাস্টের পর থেকে……… এমন প্রবণতা যদি দৃষ্টান্তমূলকভাবে দমন না করা হয়, তাহলে অচিরেই দেশের সব প্রতিষ্ঠানই ভেঙে পড়বে — আর তার দায়ভার কার?
দায়ভার নিতে হবে এই সুদি মহাজন ইনুস সরকারকে।
আজ যাকে অপমান করা হয়েছে, কাল তা হতে পারে অন্য কেউ — হয়তো আমি, হয়তো আপনি। হয়তো আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই এই ধরনের মুখোমুখি হতে হবে তা বলার অপেক্ষা রাখেনা ।
তাই এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে শক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং রাষ্ট্রকে আজই প্রমাণ করতে হবে যে সে এখনো আইনের শাসনের পক্ষে ??
না কি ?? চুপচাপ আত্মসমর্পণ করে ফেলেছে??
লেখক: শমসাদুর রহমান রাহিন
(রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট)