শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা পোষ্টের মাহতাব লিমন। রবিবার (১৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দ্যা পিপলস টাইমের আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের সাজেদুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের জুনায়েত শেখ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের সাকেরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নূর আলম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন ও দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত বৃহস্পতিবার সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিজয় ঘোষণা করা হয়।

এদিন নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন নবিনির্বাচিত কমিটির সদস্যরা। এসময় উপাচার্য ড. মো. রেজাউল করিম নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। সেই সঙ্গে আরো বেশি দ্বায়িত্বশীলতার সাথে ক্যাম্পাসকে এগিয়ে নিবে সেই প্রত্যাশা। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102