মৌলভীবাজার সদর উপজেলার গোমরা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র ও প্রাইভেট কারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে একটি প্রাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গাড়ীতে থাকা ৭ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের সহযোগী প্রাইভেটকার চালক পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে তিনটি রাম দা ও চারটি লোহার পাইপ ও সহ প্রাইভেটকার জব্দ করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করে।
আটককৃতরা হলো : ইমন মিয়া (১৯), পিতা-মোসাইদ মিয়া, ঠিকানা-মমরোজপুর, শুভ আহমেদ (২০), পিতা-শামীম আহমেদ, সাং-দ্বারক, সুমন মিয়া (১৯), পিতা-আঙ্গুর মিয়া, সাং- বাহেররাড়ী, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা-দরগামহল্লা, মৌলভীবাজার পৌরসভা।
রাইয়ান (১৯), পিতা-মোসা মিয়া, সাং-বড়হাট, মাসুম আহমেদ (১৯), পিতা-মাহমুদ মিয়া, ,সাং-বড়হাট, হুজাইফা (১৯), পিতা-তোফায়েল আহমদ, সাং-কাজিরগাও নতুনব্রীজ (কারগাও), রুমন মিয়া (২০), পিতা-তুহিন মিয়া, সাং-বড়হাট, থানা ও জেলা-মৌলভীবাজার। আটকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নিউজ /এমএসএম