রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

প্রথম সন্তানের মা হলেন ‘বার্বি’র নায়িকা রবি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৪ এই পর্যন্ত দেখেছেন

প্রথমবারের মতো মা হলেন হলিউডের তরুণ অভিনেত্রী মার্গো রবি। বাংলাদেশি দর্শক অবশ্য তাকে বেশি চিনবেন গত বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বার্বি’র নায়িকা হিসেবে। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্গো, যা বিশ্বব্যাপী ১.৪৬ বিলিয়ন ডলার অর্থাৎ সাড়ে ১৭ হাজার কোটি টাকা আয় করেছে। ছবিটি হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র।

যাই হোক, স্বামী টম একারলির ঔরসে পুত্রসন্তানের মা হয়েছেন মোর্গো। তবে ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কবে মা হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হওয়ার পর গত জুলাই মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় রবিকে। স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা। মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তাঁদের প্রেমের শুরু।

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

গত জুলাই মাসে প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা অবস্থায় প্রকাশ্যে দেখা যায় রবিকে

মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এ ছাড়া তার প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে। মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।

এ ছাড়া ‘কুইন অব দ্য ইয়ার’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করার কথা ৩৪ বছর বয়সী অভিনেত্রীর।তথ্যসূত্র: পিপল

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102