ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রহিমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে লক্ষীবাউর বাজার থেকে মোঃ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে।আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রহিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও আসাদ নগর (বেতুরা ) গ্রামের বাসিন্দা মৃত মনোহর আলীর পুত্র।
ছাতক থানা পুলিশ সুত্রে জানা গেছে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি দ্রুত বিচার আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি তিনি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া হাসান ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রহিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।