মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লীবিদ্যুৎ সমিতির রেজায়ানুল হক নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিন্দুরখান ইউনিয়নে সাবজোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন।
শনিবার(১২ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামে বিদ্যুৎলাইনে কাজ করতে গিয়ে লাইনম্যান রেজুয়ানুল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
এসময় মোস্তাফিজুর রহমান নামে আরেক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান জানান, লাশ পোস্টমর্টেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। পরিবারের চূড়ান্ত সিদ্ধান্তের পর মৃতদেহের পোস্টমর্টেম করা হবে।