বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

ডিসি নিয়োগে দুর্নীতির ব্যাপারে

প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি জনপ্রশাসন সচিবের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৮ এই পর্যন্ত দেখেছেন

ডিসি নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত যে সংবাদ ‘দৈনিক কালবেলাতে’ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে আবারো দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, দ্রুতই এই বিষয় নিয়ে প্রেস কাউন্সিলে যাব।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মোখলেস উর রহমান।

দৈনিক কালবেলা প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়ে, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মোখলেস উর রহমান বলেন, ‘যে খবর বের হয়েছে তা অসত্য। আমি আমলেই নিচ্ছি না।’

প্রকাশিত স্ক্রিনশট নিয়ে এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যেটা শো করেছে (কালবেলা) সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞাসা করেন। আমি এটার কিছুই জানি না।’

‘আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনি জানেন, আমার আগের যে নাম্বার সেটাই ব্যবহার করি।’

নিউজের সত্যতা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এই সচিব বলেন, ‘আপনারা যদি স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এসব প্রশ্ন করতে পারেন। আপনারা যারা আমাকে চেনেন, জানেন আমি কেমন। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করেন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা।

জ্যেষ্ঠ সচিব বলেন, যারা এই সংবাদ করেছে, তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি তাঁর পেছনে দৌড়াবো? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি। যেভাবে আছে সেভাবেই করব। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে।

মোখলেস উর রহমান বলেন, প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তার মূল্য নেই। এটা ফেক নিউজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102