বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

প্যারিসে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। প্যারিসের মাক্স দখমী হলে দুই পর্বের অনুস্টানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল আহমদ এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আইল্যান্ড, ইতালি, স্প্যান, ফ্রান্স ও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক সিলেটি তথা জালালাবাদবাসী এই উৎসবে অংশগ্রহণ করেন।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয় তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড: সুফিয়া রহমান এবং চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল ও ফ্রান্স এর সেক্রেটারি মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য (ইউকে) ফয়সল চৌধুরী এমবিই। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকগুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড: সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অফ টাওয়ার হেমলেটস কাউন্সিল এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’র ট্রেজারার রফিকুল হায়দার, মেজর জেনারেল আসহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ এমবিএ, চ্যানেল এস চেয়ারম্যান আহমেস উস সামাদ চৌধুরী জেপি, এন টিভি ইউকের সিইও সাব্রিনা হোসেন, গ্লোবাল জালালাবাদ বাংলাদেশ এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন, ট্রেজারার শামিম আলম কুরেশি, এশিয়ান ক্যাটারিং ফেডারেশন এর চেয়ারম্যান ইয়াওর খান, সিলেট ন্যাশনাল হার্ড ফান্ডেশন এর ইউকে’র সেক্রেটারি মনসুর খান। ইটালি জালালাবাদ এর প্রতিষ্ঠাতা সভাপতি অলি উদ্দিন শামিম, বাংলাদেশ ক্যটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ফয়জুল হক, সেক্রেটারী মিতু চৌধুরী, ক্রয়ডন কাউন্সিল এর সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর প্রধান উপদেষ্টা ছালেহ আহমদ চৌধুরী, শাহ জামাল আহমেদ, জাকির হোসেন, তাইজুল ফয়েজ, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ হাজী কাওছার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102