বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

জল্পনা-কল্পনার পর এস আলমের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৯ এই পর্যন্ত দেখেছেন

টাকা তুলে নেয়ার সুযোগ দিয়ে অবশেষে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক হিসাব ফ্রিজের তালিকায় যারা আছে- সাইফুল আলম (এস আলম), মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গণী, আব্দুস সামাদ, শাহানা ফেরদাউস এবং বদরুন নেসা আলম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাব তলব করেছিল বিএফআইইউ।

বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম দেশের ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া (তলব) হয়েছিল। এবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে। তাদের নামে কোনো লকার থাকলে তাও স্থগিত রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এসময় বাড়ানো হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন ও হালনাগাদ বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউয়ের কাছে পাঠাতে বলা হয়েছে।

এর আগে গত ৮ আগস্ট এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছিলো বিএফআইইউ। হিসাব তলবের প্রায় দুই মাস পরে এসে এস আলম ও অন্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা কোনো সদুত্তর দিতে পারেন নি। সম্প্রতি বিএফআইইউ এস আলম ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102