জুলাই বিপ্লবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ইতিহাস পুনঃপাঠে আগ্রহী করা ও তরুণ প্রজন্মের মধ্যে জুলাইয়ের স্মৃতিকে অবিকৃত রাখার উদ্দেশ্যে সারাদেশে মাসব্যাপী ‘রিমেম্বারিং জুলাই ২৪’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।
‘রিফ্রেইমিং বাংলাদেশ’ সংগঠনের ব্যানারে আয়োজিত মাসব্যাপী এই প্রতিযোগিতাটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মোট ৫টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষও অংশ নিতে পারবেন।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রতিযোগীদের লেখা, প্রবন্ধ, শর্টফিল্ম ‘রিফ্রেইমিং বাংলাদেশ’র নিজস্ব ফেসবুক পেজে দেয়া লিংকে জমা দিতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার, সনদ ও বিভিন্ন উপহারসামগ্রী দেয়া হবে।
এছাড়াও প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ক’ বিভাগ, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগ, স্নাতক থেকে যেকোনো বয়স ও পেশার অংশগ্রহণকারীরা ‘গ’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবেন।
অংশগ্রহণের ক্যাটাগরি
১) ‘গল্প/অভিজ্ঞতা/দিনলিপি/ঘটনাপ্রবাহ’ ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগের জন্য পৃথক ক্যাটাগরি।
২) ‘কবিতা’ – ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগের জন্য পৃথক ক্যাটাগরি।
৩) ‘গবেষণা প্রবন্ধ’- সবার জন্য উন্মুক্ত ক্যাটাগরি
৪) ‘শর্টফিল্ম’ – সবার জন্য উন্মুক্ত ক্যাটাগরি।
৫) ‘চিত্রকর্ম’- ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগের জন্য পৃথক ক্যাটাগরি।
অংশগ্রহণের বিষয়
জুলাই গণহত্যা ও অভ্যুত্থান : আন্দোলনের পটভূমি, ঘটনাপ্রবাহ, শহীদদের বীরত্ব, আহতদের কথা, নিজের অভিজ্ঞতা, পুলিশ ও সরকারি বাহিনীর নির্মমতা, জনগণের দুর্বার প্রতিরোধ, বিজয়গাথা, বিজয়োত্তর নতুন বাংলাদেশ।
প্রতিযোগিতার নিয়মাবলি
১. একজন প্রতিযোগী একাধিক ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। তবে, সর্বোচ্চ দু’টি বিষয়ে পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ থাকবে।
৩. ‘গবেষণা প্রবন্ধ’, ‘শর্টফিল্ম’ ও ‘চিত্রকর্ম’-এর ক্ষেত্রে দলীয়ভাবে অংশগ্রহণ করা যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. রায়হান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম, আইন বিভাগের শিক্ষার্থী হাবিবা নুসরত।
লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, ৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে যদিও এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে, তবে উদ্ভূত পুরোনো রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো অক্ষত থেকে গেছে। বিগত বছরগুলোতে, বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্ব-আরোপিত একটি সেন্সরশিপের সংস্কৃতি তৈরি হয়েছিল। যার ফলে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সব সংগ্রাম সময় থেকে সময়ে ইতিহাস, সমাজ ও সংস্কৃতির সামনে এক পাক্ষিকভাবে উপস্থিত হয়েছে। যা তরুণ প্রজন্মের বুদ্ধিবৃদ্ধিক পরিব্যাপ্তি বৃদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতার বিকাশে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষাপটেই রিফ্রেইমিং বাংলাদেশের পক্ষ থেকে এবার আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে উদ্যোগ নেয়া হয়েছে ‘রিমেম্বারিং জুলাই ‘২৪’ শিরোনামে একটি বিশেষ প্রতিযোগিতার। প্রতিযোগিতাটির উদ্দেশ্য জুলাইকে কেন্দ্র করে ইতিহাসকে পুনঃপাঠে আগ্রহী করা ও তরুণ প্রজন্মের মধ্যে জুলাইয়ের স্মৃতিকে অবিকৃত রাখা।
আয়োজনে সর্বোচ্চ প্রাইজমানি থাকছে এক লাখ টাকাসহ সর্বমোট ১২ লাখ পাঁচ হাজার টাকা। দেশব্যাপী সব আগ্রহীদের অংশ নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শিগগিরই আয়োজনটির বিস্তারিত রিফ্রেইমিং বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত হবে।
নিউজ /এমএসএম