সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

এইচএসসির ফল প্রকাশর সম্ভাব্য তারিখ জানা গেলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮ এই পর্যন্ত দেখেছেন

আগামী ১৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে এ প্রস্তাব আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা এ তারিখ অনুমোদন দেয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অক্টোবর মাসের শুরুর দিকে এইচএসসির ফলাফল প্রকাশের চিন্তা থাকলেও ফলাফল প্রস্তুত হতে আরো সময় লেগে যাবে। এরপর দুর্গাপূজার ছুটি শেষে ১৯ তারিখ ফলাফল প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন ও অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিক ভাবে ফলাফলের এ তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল অক্টোবর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। এ জন্য ইতোমধ্যে সম্ভাব্য তারিখের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

এর আগে এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি ও সমমান পরীক্ষার বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল প্রস্তুতের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102