সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯ এই পর্যন্ত দেখেছেন

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) যোহর নামাজের পর এ মিছিল শুরু করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন রাস্তা হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ঘুরে ভাস্কর্য চত্ত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, বিজেপির দালালেরা হুশিয়ার, সাবধানসহ নানা স্লোগান দেন কয়েক শতাধিক শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভিতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্টীয়ভাবে এর নিন্দা জানায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব বলেন, ভারতে আমাদের মহানবীকে নিয়ে যে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে তারা রক্তাক্ত করেছে। আমরা হুশিয়ার করে বলে দিতে চাই, বিজিপি সরকারের পক্ষ থেকে যদি কোন পদক্ষেপ না নেয় তবে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করবো। এরপর সারাদেশে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।

আরেক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, মহানবী (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। নবীজীর বিরুদ্ধে কথা বলে আপনারা ২০০ কোটি মুসলামনদের হৃদয়ে আঘাত করেছেন। এটা যদি অব্যাহত থাকে আমরাও মুম্বাই অভিমুখে যাত্রা করব। আমাদের স্পষ্ট কথা, নবীজীকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তি যে ধর্মের বা বর্ণেরই হোক আমরা বরদাস্ত করব না।নবীজিকে জানুন, তাকে বুঝুন। আমাদের নবীকে (সা.) নিয়ে কোনো বেয়াদবি করবেন না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102