সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ব্যানারে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ এই পর্যন্ত দেখেছেন
ভারতের মহারাষ্ট্রে রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রায় কর্তৃক মহানবী হয়রত মোহাম্মদ (সা.) এর নামে জঘন্য কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা।
শুক্রবার  (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ব্যানারে পঞ্চগড় শেরে বাংলা পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় সম্মিলতি খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ ও খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ ইসলামী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তারা রাসুল (সা.) নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102