রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে দ্বিতীয় দফায় আরো ৩ দিন পর্যটকদের ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরো তিন দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
প্রসঙ্গত, ১৯ ও ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার মধ্যেই সাজেক ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় ১৪শ’ পর্যটক। পরবর্তীতে তিন দিনের অবরোধের কারণে সাজেক ছাড়তে পারেননি পর্যটকরা। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে প্রশাসন।
নিউজ /এমএসএম