সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের বড়লেখা থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগের কাশেম নগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগর যুবলীগ নেতা দিনার দক্ষিণভাগের কাশেম নগরের তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন বুঝতে পেরে শুক্রবার মধ্যরাতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে বড়লেখা থানায় নিয়ে যায়।

ওসি আবদুল কাইয়ুম বলেন, দক্ষিণভাগের কাশেম নগর এলাকার বাসিন্দারা আটক করে আমাদের খবর দিলে আমরা থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশে অনেকগুলো মামলা আছে।

গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার চৌধুরী। চিনি চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। পুলিশ কর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার। ছাত্র-গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102