সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

ফিনল্যান্ড এক বাংলাদেশি তরুণের সাফল্য

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশি তরুণ মেজবাউল ইসলাম অনিন্দ্যর আমন্ত্রণে ফিনল্যাল্ডের স্লার্স কোম্পানিতে ২০২৪ বিশ্ব বিখ্যাত ও নেতৃত্বাধীন স্ট্রাটআপ ইভেন্টসে স্পিকার হিসেবে যোগদান করবেন এনভিডিয়ার ফাউন্ডার-ফেলো ডক্টর ক্রিস মালাচৌসকি।

যৌথভাবে পরিচালিত ইয়েল বিশ্ববিদ্যালয়-এনইউএস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০২২ সালে ইকোনমিকসে ডিসটিংশন পেয়ে অনার্স শেষ করেন অনিন্দ্য। এর পরে ফিনল্যাল্ডে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং শেষ করেন তিনি।

চলতি বছরের মার্চে অনিন্দ্য যোগদান করেন স্লাস নামের একটি নন-প্রফিট সংগঠনে। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে স্লার্স হোস্ট করেন তিনি। সেখানে ফাউন্ডার ফোকাস ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২০-২১ নভেম্বর। যেখানে সারা বিশ্ব থেকে যোগদান করবেন ৩ হাজার ৩০০ জন ইনভেস্টটর্স এবং ৫ হাজার ৫০০ জন স্টার্টআপ ফাউন্ডার্স ও অপারেটর্স।

মেধা, প্রচেষ্টা ও সাউন্ড নেটওয়ার্ক ক্যাপাসিটির মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অনিন্দ্য। স্লার্স ২০২৪ এ যোগদানের জন্য বগুড়ার ২৪ বছরের এ ছেলের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ড. ক্রিস মালাচোসকি। ৩ ট্রিলিয়ন- ডলার সম্পদের মালিক তিনি।

ফিনল্যাল্ডে বাবা শিক্ষক ড.মন্জুর মওলা এবং মা শিক্ষিকা জাহানারা ফেরদৌস সুবর্ণার বড় ছেলে অনিন্দ্য জানান, নিকট ভবিষ্যতে যেন নির্দিষ্ট লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছাতে পারেন তিনি। বাংলাদেশের সবার কাছে এই দোয়া কামনা করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102