সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

ছেলেকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস শাকিবের, যা লিখলেন

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭ এই পর্যন্ত দেখেছেন

ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান  ২০১৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করে জয়। দেখতে দেখতে ৮ বছরে পদার্পণ করল জয়।

শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে শাকিব খান লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তুমি আমাকে প্রয়োজনবোধ করবে তখনই পাশে পাবে। তোমাকে ভালোবাসি বাবা।

ছেলেকে নিয়ে অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত।

এর আগে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে পরিচয় হওয়ার পর এক পর্যায়ে বিয়ের খবর নিয়ে আসেন অপু বিশ্বাস।

একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আসেন। জানান, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন তিনি ও শাকিব খান। কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়। একই বছর বিবাহ বিচ্ছেদ হয় শাকিব খান ও অপু বিশ্বাসের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102