সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

যেভাবে বুঝবেন প্রেমিকা মিথ্যা বলছে!

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ এই পর্যন্ত দেখেছেন

প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে সৎ এবং স্বচ্ছ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি নিয়মিত মিথ্যা কথা বলে, তাহলে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যায়। মাঝে মাঝে ছোটখাটো মিথ্যা বলায় দোষের কিছু নেই, তবে বারবার মিথ্যা বলা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনি কীভাবে বুঝবেন প্রেমিকা আপনার সঙ্গে মিথ্যা বলছে? কিছু লক্ষণ খেয়াল করলেই তা সহজে বোঝা যায়।

চোখে চোখ না রাখা

যাঁরা মিথ্যা বলেন, তাদের আত্মবিশ্বাস কম থাকে এবং তারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। প্রেমিকা যদি আপনার সঙ্গে কথা বলার সময় চোখ নিচু করে রাখেন, তাহলে মিথ্যার আশ্রয় নেয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় তাকে অন্য কোনো প্রশ্ন করে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করুন।

কথায় আটকে যাওয়া

মিথ্যা বলার সময় শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে, যার ফলে অনেকের কথা আটকে যায়। তাদের কথায় স্বাভাবিক ফ্লো থাকে না। প্রেমিকার সঙ্গে কথা বলার সময় যদি লক্ষ্য করেন যে, তিনি বারবার থেমে যাচ্ছেন বা কথা আটকে যাচ্ছে, তাহলে মিথ্যা বলার সম্ভাবনা রয়েছে।

সংক্ষিপ্ত উত্তর দেয়া

অনেকেই মিথ্যা বলতে গেলে খুব কম কথা বলেন। তারা জটিল প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে দেন, যেমন ‘হ্যাঁ’ বা ‘না’ বলে বিষয়টি এড়িয়ে যেতে চান। যদি প্রেমিকা কঠিন প্রশ্নের উত্তর দিতে গুছিয়ে না বলে এবং ছোট ছোট উত্তর দিয়ে সেরে ফেলেন, তাহলে সাবধান হতে হবে।

গলার স্বরের পরিবর্তন

মিথ্যা বলার সময় অনেকের গলার স্বর বদলে যায়। তারা স্বাভাবিক স্বরে কথা বলতে পারেন না। প্রেমিকা কথা বলার সময় যদি তার গলার স্বর স্বাভাবিকের চেয়ে আলাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে কিছু একটা লুকানো হচ্ছে।

যদি মনে হয় প্রেমিকা আপনার সঙ্গে বারবার মিথ্যা কথা বলছেন, তাহলে সরাসরি তার সঙ্গে কথা বলুন। তাকে বোঝান যে আপনি তার মিথ্যা ধরতে পেরেছেন এবং মিথ্যা বলে আর কোনো লাভ নেই। তাকে সত্য বলার সুযোগ দিন এবং মিথ্যা না বলার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করুন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102