মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ রবিউল ইসলাম এর দায়িত্ব গ্রহণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমেরিকান বাংলাদেশি শিশু সার্ভিয়া হাসান ৮ দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শাটডাউন অনুষ্ঠিত নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগের বিচারের অপেক্ষায় এম এ রহিম সিআইপি ওসামা খান সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত নবীগঞ্জে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রধান শিক্ষকের উপর হামলা সিলেট-৪ আসনে বহিষ্কৃত ও চিহ্নিত অপরাধীদের নিয়ে আরিফের প্রচারণা কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‘শুধু প্রিয়ংবদার জন্য’ কাব্য গ্রন্থের পর্যালোচনা

৪ আগস্টের ঘটনায় আশুগঞ্জে আসামি বিএনপির ৯ নেতাকর্মী!

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯০ এই পর্যন্ত দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিলে হামলার ঘটনায় থানায় দায়ের করা দুই মামলায় আওয়ামী লীগের আসামিদের সাথে জড়িয়ে দেয়া হয়েছে বিএনপির ৯ নেতাকর্মীর নামও। এতে সংশ্লিষ্ট মহলে বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি বিব্রতকর অবস্থায় পড়েছেন স্থানীয় বিএনপি নেতারা। অপরদিকে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিগত সরকারের মামলা ও নিপীড়নের শিকার নেতাকর্মীরা নিজ দলের দায়ের করা মামলার আসামি হয়ে পুরোই হতবাক।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী সরকার পতনের একদফা দাবি আদায়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় মিছিল বের করেছিল ছাত্র-জনতা। মিছিলে তৎকালীন সরকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আন্দেলনকারী আহত হন।

এ ঘটনায় গত ২০ আগস্ট উপজেলার আড়াইসিধা গ্রামের যুবদল নেতা রমজান মিয়া ও মৈশার গ্রামের স্বেচ্ছাসেবক দল নেতা হাসান মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের ১৩৫ জন নেতাকর্মীর নামে আশুগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন। কিন্তু এসব মামলায় অদৃশ্য কারণে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক ৯ জন বিএনপি নেতাকর্মীর নাম জুড়ে দেয়া হয়।

মামলায় আসামি হওয়া বিএনপি নেতারা হলেন, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া, সোনারামপুর গ্রামের যুবদল নেতা রাশেদ মিয়া, খড়িয়ালা গ্রামের যুবদল নেতা রাকিব, আড়িইসিধা গ্রামের বিএনপি নেতা মো. ইদ্রিছ, খোলাপাড়া গ্রামের জামায়াতের সমর্থক পল্লী চিকিৎসক জুবায়ের এবং লালপুর ইউনিয়ন বিএনপির কর্মী ফুরকান মিয়া সুন্দর আলী ও মিটু মিয়া। তাদের রাজনৈতিক পরিচয় দলীয় সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক সূত্র জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে এসব মামলায় সুযোগ বুঝে বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে দেয়া হয়েছে।

আসামিরা বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা নির্যাতিত-নিগৃহিত হয়েছি। এখন নিজ দলের মামলায় আমাদের নাম। তারা অবিলম্বে মামলার বাদীকে এ ব্যাপারে আইনগতভাবে সংশোধনী জমা দেয়ার দাবি জানান।

এ ব্যাপারে মামলা দুটির বাদীর সঙ্গে কথা বলার জন্য তাদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন মামলার আসামির তালিকায় কিছুটা ভুলভ্রান্তির কথা স্বীকার করে বলেন, ‘আমরা এ ব্যাপারে বিব্রত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102