শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

ছাতকে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কলেজে তালা

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন
ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দেয় ছাত্ররা।
বৃহস্পতিবার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কলেজ প্রাঙ্গনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ তুলসী চরন দাসের পদত্যাগ দাবী করেন। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি, স্বজনপ্রীতি, অর্থআত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা। তাদের অভিযোগ সদ্য বিদায়ী আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে অবৈধভাবে কলেজ অধ্যক্ষের পদ দখল করে তুলসী চরন দাস অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। যে কারনে ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের পর থেকে তিনি কলেজে অনুপস্থিত রয়েছেন।
ছাত্ররা জানান, ঐতিহ্যবাহী ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কোনভাইে যোগ্য নন তুলসী চরন দাস। বিগত সরকারের প্রভাব খাটিয়ে তিনি অবৈধভাবে অধ্যক্ষের চেয়ারটি দখল করে নিয়েছেন। তখন থেকেই তার অপসারন ও পদত্যাগ দাবী করে আসছিল ছাত্ররা। কলেজে তিনি অনিয়মিত থেকেও দাপটের সাথে বেতন-ভাতা ভোগ করে আসছিলেন। ৫ আগষ্ট থেকে তিনি কলেজে আসা বন্ধ করে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা বার বার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের অপেক্ষা করে কঠুর অবস্থানে যায় ছাত্ররা। অধ্যক্ষের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কলেজের সকল কার্যক্রম ও পাঠ দান বন্ধ ঘোষনা করে অধ্যক্ষের কক্ষ সহ সকল শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোব্ধ ছাত্ররা।
এ ব্যাপারে কলেজের অধ্যাপক ফখর উদ্দিন স্বপন জানান, তিনি সহ কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি মোবাইল ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক সময় তাঁর মোবাইল ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। কলেজের বিক্ষোব্ধ ছাত্ররা অধ্যক্ষের পদত্যাগ দাবী করে কলেজে বিক্ষোভ মিছিল করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এ বিষয় নিয়ে অধ্যক্ষ তুলসী চরন দাসের সাথে কথা হলে তিনি জানান, ছাত্রদের দাবীর বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু কেন তার পদত্যাগ দাবী করছে তিনি জানেন না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102