শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পথচারী সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলা গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের তকিপুর ও গোবিন্দনগর গ্রামবাসীর মধ্যে দফায়-দফায় চলে উভয় গ্রামবাসীর সংঘর্ষ। সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি দোকান-পাট ও ভাংচুর করা হয়েছে। সংঘর্ষ গোবিন্দগঞ্জ চত্ত্বর সহ এর আশপাশে ছড়িয়ে পড়ে। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ছাতক-গোবিন্দগঞ্জ সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের উভয় পাশে যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ও ব্যাপক ইট পাটকেলের ব্যবহার করেছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন, অলিউর রহমান, রাকিব আলী, সুহেল মিয়া,আশরাফ আহমেদ, নইয়ব আলী, অজুদ মিয়া সহ অর্ধশত লোক। আহতদের মধ্যে অন্তত ৬ জনকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত শুক্রবারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার কর্দমাক্ত পানি শরীরে ছিটকে পড়া নিয়ে তকিপুর গ্রামের এনাম আহমদ ও গোবিন্দনগর গ্রামের লায়েক মিয়ার মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতিরর ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় লোকজন মধ্যস্থতা করে নিস্পত্তি করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে দুই গ্রামের লোকজন মাইকে ঘোষনা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মোস্তাফা মুন্না সহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রায় ২ ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মোস্তাফা মুন্না জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102