শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

রাঙামাটিতে উপজেলা প্রশাসন ভবনে ঢুকে গুলি করে ইউপি সদস্যকে হত্যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দিনদুপুরে গুলি করে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ভবনের ভেতরে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে এই ঘটনা ঘটে।

নিহত ওই ইউপি সদস্য হলেন সমর বিজয় চাকমা (৩৫)। তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। নিহত বিজয় চাকমা এমএন লারমার কর্মী ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ভবন চত্বরের ভেতরে দ্বিতীয় তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে অবস্থান করছিলেন ইউপি সদস্য সমর বিজয় চাকমা। এ সময় একজন অস্ত্রধারী ওই কক্ষে ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন।

গুলির ঘটনার সময় দুটি কক্ষ পরেই নিজ কার্যালয়ে কাজ করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, গুলির শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হন। পরে তাঁর কক্ষ থেকে বের হয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে একজন মারা গেছেন।

রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, নিহত সমর বিজয় চাকমা ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। আজ সকালেও দুজন একসঙ্গে চা খেয়েছেন। পরে তিনি শোনেন তাঁকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, বিজয় চাকমার লাশ পড়ে আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102