সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক

দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র

শ্রীমঙ্গলে ১৭তম চা নিলাম অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি অর্থ বছরের ১৭ তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ ডিসেম্বর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী কার্য্যালয় জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয় বিটিআরআই বাগানের চা, যার প্রতি কেজির বাজার মূল্য ছিল ৩৪০ টাকা। এছাড়া সাবারি টি প্লান্টেশন এর গ্রীন টি প্রতি কেজি বিক্রি হয় ৯৬০ টাকায়। নিলামে শ্রীমঙ্গলের ৪টি ব্রোকারস হাউজের অধীনে প্রায় ৪৫ জন বায়ার অংশগ্রহণ করে। এতে ১ লাখ ৪৩ হাজার ১৮১.১০ কেজি চা পাতা নিলামে ওঠে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৬ লাখ ৩৬ হাজার ২২০ টাকা।

এর আগে গত ১৬ তম নিলামে ১ লাখ ৪১ হাজার ৭৪.৩০ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ৪৪ হাজার ৫৩১.১০ কেজি। যার মূল্য ছিল ৮১ লাখ ৭৩ হাজার ৯৫৮.২৮ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল ১৮৩.৫৬ টাকা প্রতি কেজি। বায়ার মনিরুল ইসলাম বলেন, গত নিলাম থেকে ভালো ভালো চায়ের দাম অনেক বেশী গেছে, গুনগত মান এখন তেমন খারাপ না। ভালোই রয়েছে।

ঢাকা থেকে চা পাতা নিতে আসা বায়ার মো. মনিরুজ্জামান বলেন, আমরা ঢাকা থেকে এখানে আসছি, চায়ের নিলামে। আমরা একটা চায়ের বিজনেস চালু করেছি। এখানে ১০০ ধরনের চা রয়েছে, চায়ের ধরন ও কোয়ালিটি দেখে বুঝা যায় এখানে উন্নত ধরণের চা পাতা রয়েছে। আমাদের চায়ের বর্তমান বাজারমূল্য অন্যান্য দেশের তুলনায় কমই রয়েছে। কিন্তু আমাদের দেশের তুলনায়, বর্তমান প্রেক্ষাপটে একটু বেশী রয়েছে। তাছাড়া চায়ের ধরন অনুযায়ী সব দামেরই চা পাতা এখানে পাওয়া যায়। আমরা কিনতে আসছি তবে, চায়ের দাম আগের তুলনায় একটু বেশী। তাছাড়া আমাদের বাংলাদেশে চায়ের গুনগত মান অনেক অনেক ভালো। বাংলাদেশের চা বাহিরেও রপ্তানি হচ্ছে।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, ১৭ তম চা নিলামে ১ লাখ ৪৩ হাজার কেজির উপরে চা অপারিং হয়েছে। ভালো চা পাতা রয়েছে, তার দামও বেশী। আজকে এ চায়ের বাজারদর গড় ২ কোটি ৮৬ লাখ টাকার উপরে। ভালো চায়ের চাহিদা বেশী। আজকে সর্বোচ্চ দামে বিক্রি হয় বিটিআরআই বাগানের চা, যার প্রতি কেজি বাজার মূল্য ছিল ৩৪০ টাকা। তিনি আরও বলেন, আমরা আশা করি বাগান থেকে যদি এখানে ভালো চা পাতা অপারিং করা হয় তাহলে ভালো দাম পাওয়া যাবে।

তিনি বলেন, পঞ্চগড়ের চা পাতা আমাদের এখানে খুব কম অপারিং হয়। কোন কোন বিক্রয়ে থাকে আবার কোন কোন সময় থাকে না। পঞ্চগড়ের চায়ের তুলনায় আমাদের সিলেটের চায়ের চাহিদা বেশী এবং পঞ্চগড়ের চায়ের লিকার কম থাকায় এখানে বাজার তেমন একটা ওঠে না। যদিও ওদের চা উৎপাদন বেশী কিন্তু বাজারে চাহিদা কম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102