চীনে ফের বাড়ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এত মৃত্যু হচ্ছে যে, মরদেহ নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্মশানগুলোকে। অন্যদিকে দেশটির হাসপাতালগুলোতে রোগীদের চাপ ক্রমশ বাড়ছেই।
চীনের বেইজিং, চংকিং ও গুয়াংঝৌ শহরের শ্মশানগুলোতে সারি সারি মরদেহ দেখা গেছে। শ্মশানগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সময়ের চেয়ে এখন অনেক ব্যস্ত সময় পার করছেন তারা। স্থানীয় একটি শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে মরদেহ রাখার জায়গাও ফুরিয়ে আসছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত চীনে মোট ৫ হাজার ২৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সরকার। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও চীনে করোনায় এই মৃত্যু অন্যান্য দেশের তুলনায় বহু কম।
নিউজ /এমএসএম