শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

চাপ শ্মশানে

চীনে ফের করোনার মরণকামড়

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

চীনে ফের বাড়ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এত মৃত্যু হচ্ছে যে, মরদেহ নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্মশানগুলোকে। অন্যদিকে দেশটির হাসপাতালগুলোতে রোগীদের চাপ ক্রমশ বাড়ছেই।

চীনের বেইজিং, চংকিং ও গুয়াংঝৌ শহরের শ্মশানগুলোতে সারি সারি মরদেহ দেখা গেছে। শ্মশানগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সময়ের চেয়ে এখন অনেক ব্যস্ত সময় পার করছেন তারা। স্থানীয় একটি শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে মরদেহ রাখার জায়গাও ফুরিয়ে আসছে।

তবে এসব মরদেহ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, করোনার কারণেই মৃত্যুর সংখ্যা বেড়েছে কিনা, এমন প্রশ্ন সরাসরি এড়িয়ে গেছেন শ্মশানে কাজ করা লোকজন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত চীনে মোট ৫ হাজার ২৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সরকার। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও চীনে করোনায় এই মৃত্যু অন্যান্য দেশের তুলনায় বহু কম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102