সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক

তেঁতুলিয়ায়

সরকারি সার ও ভুট্টার বিজ বিতরণে অনিয়মের অভিযোগ

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

তেঁতুলিয়া উপজেলায় সাধারণ কৃষকদের মাঝে সরকারি সার ও ভুট্টার বিজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ওমর ফারুক এর বিরুদ্ধে।

অভিযুক্ত তেঁতুলিয়া কৃষি অফিসের উপ-সহকারী ওমর ফারুক এর বিরুদ্ধে উপজেলা প্রশাসন বরাবর মৌখিক অভিযোগ করেছেন শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে অনিয়মের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

চেয়ারম্যান আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছি। যা এখনো অব্যাহত রয়েছে। গত কয়েকদিন আগে উপজেলা থেকে আমার ইউনিয়নের ৫০ জন গরিব ও নিম্ন আয়ের সাধারণ কৃষক মানুষের জন্য সরকারি ভাবে জন প্রতি ৩০ কেজি সার ও ২ প্যাকেট করে ভুট্টার বিজ বিতরণের জন্য অবহিত করে।

বৃহস্পতিবার দুপুরে কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিসে পৌছালে তা বিলি করা হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা  জানান। কিন্তু তারা কিভাবে ইউনিয়নের বরাদ্দকৃত সার ও ভুট্টা অন্য ভাবে বন্টন করলো তা বুঝে উঠতে পারছি না। পুরোপুরি অনিয়ম দেখছি। তাদের কাছে বন্টনের কাগজ দেখতে চাইলে তাৎক্ষনিক তা দেখাতে পারেন নি।

পরে রাত ৮টা পর একটি মিথ্যা বন্টনের কাগজ হাতে ধরিয়ে দেন দায়িত্বরতরা। অনিয়ম করে উপ-সহকারী ওমর ফারুক সার ও বিজ বিতরণ করেছে। এর আগেও ওমর ফারুক এমন অঘটন করেছে। সার, গমসহ বিভিন্ন মালামার বিতরণে ফারুকের সাথে কথা কাটাকাটিও হয়েছে। সাধারণ কৃষক মানুষের হয়ে আমি এ ঘটনার বিচার দাবী করছি।

অভিযোগের বিষয়টি অস্বীকার  করে কৃষি অফিসের উপ-সহকারী ওমর ফারুক বলেন,দুপুরে চেয়ারম্যানকে ফোন দিয়েছিলাম। তার ফোন বন্ধ ছিল। তাই তার সাথে যোগাযোগ না হওয়ায় তার ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে আমরা অফিস থেকে সার ও বিজ বিতরণ করেছি। আমরা কোন অনিয়ম করিনি।

সার ও ভুট্টা বিতরণের অভিযোগের বিষয়ে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জানান,আমার সহ কর্মীর ভুলের কারণে এমনটি হয়েছে। এরপর আমার সহ কর্মীদের এবিষয়ে সচেতন থাকতে বলবো যেন মুল কৃষক ছাড়া অন্য কেউ কৃষি উপকরণ না পায়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, বিষয়টি মৌখিক ভাবে শালবাহান ইউপি চেয়ারম্যান আবহিত করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102