

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা: ‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করছে উপজেলা মৎস দপ্তর। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা গৃহিত অনুমোদিত সুচি ও উৎপাদনের চিত্র উপস্থাপন করেন। ২৩ জুলাই শনিবার থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহবার আলী, আব্দুল রাজ্জাক, এমএ আব্দুল বাসেত, খাদেমুল ইসলাম, আশরাফুল ইসলাম, এসকে দোয়েল, আমিরুল, জাবেত প্রমুখ গনমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সর্ব উত্তরে মহানন্দা নদী ও শাখা নদী রনচন্ডি খাল,ডাংগা পাড়া গবরা,আজিজ নগর বেরংনদী, শালবাহান রোড় ডাহুক নদী, ভজনপুর করতোয়া নদীতে সাধারণত বর্ষা মৌসুম ছাড়া অন্য সময় পানি কম থাকে। বর্ষার সময়ে সীমিত পরিসরে সপ্তাহ জুড়ে মাইকিং, ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচারণাসহ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের নিয়ে বিভিন্ন সচেতনমুলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।