

বিজয় রায়,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় রবিবার (২রা জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জন ভিক্ষুকের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন,ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ এটি একটি সরকারের চলমান প্রক্রিয়া,আর নতুন করে কেউ যেন ভিক্ষাবৃত্তি না করে সে দিকে খেয়াল রাখতে হবে। জাত ব্যবসায়ী ভিক্ষা করা চলবেনা। এসময় একজন জাত ব্যবসায়ী (খগেশ্বর) ভিক্ষুককে তিরস্কার করেন এবং তাকে ভিক্ষা বৃত্তি ছেড়ে দেওয়ার কথা বলেন। অপর একজন (ফাতেমা) ভিক্ষুককে তার ছেলের কাছে রেখে দেওয়ার জন্য জন-প্রতিনিধিদের অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান নাইন কবির স্টিভের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মেয়র মোস্তাফিজুর রহমান,থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল৷এছাড়াও রানীশংকৈল স্কুলের প্রধান শিক্ষক কুশমত আলী ও মোবারক আলী সহ অন্যান্য অফিসারবৃন্দ্ব ও সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷