শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনায়

ঠাকুরগাঁওয়ে আলমগীর ফর টুমোরো ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে ‘Alamgir For Tomorrow’ নামের একটি আধুনিক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।

উদ্বোধনী বক্তব্যে শামারুহ মির্জা বলেন, “ঠাকুরগাঁও একটি সম্ভাবনাময় জেলা। সঠিক পরিকল্পনা, জনসম্পৃক্ততা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই জেলার উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব। ‘Alamgir For Tomorrow’ ওয়েবসাইটটি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উদ্যোগ।”

তিনি জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা, জনগণের মতামত, সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রূপরেখা সবার সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি আধুনিক ও জনবান্ধব উন্নয়ন কাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের জন্য ৭টি অঙ্গীকার ঘোষণা করেন। অঙ্গীকারগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা, যোগাযোগ নবজাগরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামারুহ মির্জা বলেন, ‘Alamgir For Tomorrow’ শুধু একটি ওয়েবসাইট নয়; এটি ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একটি স্বপ্ন, একটি রূপরেখা এবং জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনের একটি কার্যকর মাধ্যম।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102