বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানায় জিডি দায়ের

সোশ্যাল মিডিয়ায় মডেল জারার বিরুদ্ধে অপপ্রচার

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে৷

শনিবার (১৫ নভেম্বর) শ্রীমঙ্গল থানায় মডেল জারা ইসলাম তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকির বিষয়ে সাধারন ডায়েরী করেন৷

সাধারন ডায়েরীতে জারা উল্লেখ করেন, গত ১৪ নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামে একটি ফেসবুক  পেইজ থেকে আমার ও আমার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ভিডিও দিয়ে এডিটিং করে ভয়েস এড করে উক্ত পেইজে একটি ভিডিও আপলোড করে। এবং বিভিন্ন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপ এ বিভিন্ন প্রকার হুমকি মূলক মেসেজ দিচ্ছে৷

মডেল জারা জানান, আমি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করি।পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মডেলিং করার সুবাদে দেশব্যাপী আমার একটি পরিচিতি আছে৷ আমি ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখারও সভাপতি৷ তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে আমি সম্পূর্ন নিজের প্রচেষ্টায় আজকের এই অবস্থানে পৌছাতে পেরেছি৷ আমি মডেলিং এ সফল হওয়ায় একটি মহল আমার পেছনে লেগেছে এবং আমার সন্মানহানী করছে৷ আমি এইসব সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷

শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন, এ ব্যাপারে একটি জিডি আমরা পেয়েছি৷ আমরা আইডি সনাক্ত করার চেষ্টা করছি পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছি৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102