শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে কমিশনার মিজান গ্রেফতার

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট’-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান (৫৫ )কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিজান পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আব্দুল জব্বারের পুত্র ।

পুলিশ সুত্রে জানাযায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান এর নির্দেশনায় এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে গন্ধ্যা গ্রামের নিজ বাড়ী থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়েছে।

 গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত স্পেশাল মামলায় নং-১৫, তারিখ ১৯/০২/২০২৫ইং তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে প্রাথমিকভাবে প্রমান পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা সিলেট মহাসড়কে গাড়িপুড়ানোর মামলায় জড়িত থাকার প্রমান তদন্তে পাওয়া গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান সবসময় অব্যাহত থাকবে।আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত মিজান ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102