ব্রিটেন ও ইউরোপে প্রথম ইলেকট্রনিক মিডিয়ায় বাংলা কমিউনিটি সংবাদ উত্তরণ ও সংযোজনের প্রবর্তক এবং সাক্ষাৎকার/ অভিব্যক্তি প্রকাশের পুরোধা ও অগ্রজ সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ সি ই জি ক্যারম অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক এওয়ার্ডে ভুষিত হয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) পূর্বলন্ডনের চিলড্রেন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সি ই জি অ্যাসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দের কাছ থেকে তিনি এ এপ্রিসিয়েশন স্বারক আওয়ার্ডটি গ্রহণ করেন।
সাংবাদিক মুরাদের আওয়ার্ড প্রাপ্তিতে সংবাদ মাধ্যমে কর্মরত তার সহকর্মীরা সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকদের নেতৃত্ব দান কারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন সাংবাদিকতার মাধ্যমে তিনি দেশ ও কমিউনিটির উন্নয়নের জন্য আরো জোরালো ভূমিকা পালন করবেন।
সাংবাদিক মুরাদ তার অবিভক্তিতে বাংলা মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সি ই জি অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক এপ্রিসিয়েশন এওয়ার্ড প্রাপ্ত হওয়ায় সি ই জি ক্যারম অ্যাসোসিয়েশন ইউকে ও ব্রিটিশ বাংলাদেশীসহ সকল প্রবাসীর প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনে কমিউনিটির কল্যাণে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।