বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ভারতে পালানোর সময় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ। রবিবার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার বর্ডার গার্ড বাংলাদেশ।

বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য নেতামন্ত্রীদের মতো নারায়ণ চন্দ্র চন্দও আত্মগোপনে চলে যান। নিরাপদ আশ্রয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন। সেই চেষ্টাকালেই বিজিবির হাতে ধরা পড়লেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102