শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব

সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার আশ্বাস আওয়ামী লীগের

শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)  মুজিবুল হক চুন্নু রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করাসহ অন্যান্য  বিষয় নিয়ে আওয়ামী লীগের সাথে আলোচনা হয়েছে।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে এই বৈঠক হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে দলের সভাপতিন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

জাপা মহাসচিব চুন্নু বলেন, বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো কথা হয়নি। শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে দুই দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আওয়ামী লীগও সুষ্ঠু নির্বাচন সম্পন্নের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও কয়েকজন সিনিয়র নেতা, আর জাতীয় পার্টির পক্ষ থেকে আমি ও একজন কো-চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে দুইদলের মধ্যে আলোচনা হয়েছে উল্লেখ করে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আরো বলেন, ভোট কেন্দ্রে ভোটারের নিরাপদ উপস্থিতি ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগসহ দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কি করা দরকার সেইসব বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সফল আলোচনা হয়েছে।

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারে এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের চেয়ে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি। এককভাবে ভোট করবে জাতীয় পার্টি। সুষ্ঠু ভোট হলে বিপুল আসনে জাতীয় পার্টি জয়লাভ করবে।.ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব ভোট বিপ্লব হতে পারে। ভোট সুষ্ঠু হলে আমরা সরকার গঠন করব।

তিনি বলেন, জাতীয় পার্টির ৯ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। তারা নির্বাচন কমিশনের কাছে আপিল করবে। অনেকেই তাদের প্রার্থীতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সুত্রঃ বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102