মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবকলীগের নেতৃত্বের দৌড়ে জিততে সহকর্মীদের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সভাপতি প্রার্থী মোহাম্মদ জাকারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন প্রতিবাদ জানিয়েছেন। পাঠকদের জন্য প্রতিবাদটি নীচে তুলে ধরা হলো
সম্মানিত নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষী বন্ধুগন,
বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। মিডিয়া যেমন ভালো কাজে ব্যবহার হচ্ছে তেমনি কিছু অপপ্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে।কিছু মানুষ তার স্বার্থ অনুযায়ী এই মিডিয়াকে ব্যবহার করে থাকে ।
প্রিয় বন্ধুগণ আপনারা জানেন, আমি বংশানুক্রমে বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতির সাথে জড়িত ।আমি ছোটবেলাথেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছি যা আপনারা সবাই ভালো করে জানেন এবং ২০১০ সালে আমি বাংলাদেশ ছাত্রলীগমৌলভীবাজারজেলা শাখার সভাপতি নির্বাচিত হই। ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে এবং পরে কোন অপরাধ আমাকে স্পর্শকরতে পারেনি আজ অব্দি॥
আপনারা অবগত আছেন গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ এ মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিকসম্মেলন অনুষ্ঠিত হয় । ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর থেকে অর্থাৎ ২০১৫ সালের শেষ থেকে বাংলাদেশ আওয়ামীস্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখার একজন সক্রিয় কর্মী হিসেবে আজ অবধি কাজ করে আসছি তাই আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আমি সভাপতি পদপ্রার্থী হই॥
আমার কার্যক্রমে ঈর্শান্বিত হয়ে আমার প্রতিপক্ষের বন্ধুরা এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে॥ এসব ষড়যন্ত্রে আমার কিছুআত্মীয়–স্বজনকে ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। প্রায় সাত আট বছর আগের বিষয় যেটি পারিবারিকভাবে মীমাংসিতহয়েছিল আজ সেটিকে মিডিয়ার সামনে মিথ্যা নাটক সাজিয়ে যার কোন আইনগত বৃত্তি নাই। যার মাধ্যমে আমার সুনাম নষ্টকরার চেষ্টা করা হচ্ছে॥
ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে এসব মিথ্যা নাটক মঞ্চায়িত করার পর সেগুলো কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরনেতৃবৃন্দের কাছে পৌঁছে দেয় এবং তাদেরকে দেখাতে চায় যে আমি অপরাধ করেছি। কিন্তু আমি বলতে চাই আমি কোন আইনলঙ্ঘন করি নাই আমি আইনগতভাবে বৈধ আছি। যদি কেউ আমাকে চ্যালেন্জ করতে চায় তাহলে সে যেনো কোর্টে আসে আমিসেখানেও প্রমাণ করব আমি সঠিক আছি। সুতরাং আমাকে মিথ্যা ষড়যন্ত্র করে পরাজিত করার চেষ্টা করবেন না কর্ম দিয়েপারলে আমাকে পরাজিত করেন তাহলেই বুঝবো আপনারা সঠিক প্রতিযোগী। পেছন থেকে আঘাত করে কাপুরুষ । কাপুরুষনেতৃত্বে এসে এলাকার মানুষের কোন উন্নয়ন বা কল্যাণ করতে পারে না। রাজনীতি রাজনীতি করে মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি
পরিশেষে আমার দলের সম্মানীত নেতা কর্মীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের কে বলব আপনারা কোন ভুল তথ্যের দ্বারা বিভ্রান্ত হবেননা। মিথ্যা ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে আপনাদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরুধ জানাচ্ছি।এসব ব্যাপারে সংবাদ প্রকাশের পুর্বে সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ভাইদের প্রতি সবিনয় অনুরুধ জানাচ্ছি।
আমি আগে যেমন কোনঅন্যায়ের সাথে আপোষ করিনি আগামী দিনেও কোনো অন্যায়ের সাথে আমি আপস করব না ইনশাআল্লাহ।
আপনাদের ভালোবাসা ,আস্থা ,বিশ্বাস সব সময় আমার চলার পথের অনুপ্রেরণা।