শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

মৌলভীবাজার জেলায় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

সনাতম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাগত। মৌলভীবাজার জেলায় মোট ১০৩৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজায় মোট ৮৮৪ টি মন্ডপে সর্বজনীন এবং ১৫১ টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে পূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপ গুলীর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৯০টি ,গুরুত্বপূর্ণ ২৯৫ এবং সাধারণ ৬৫১ টি।

বুধবার (১১ অক্টোবর) মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় হলরুমে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএমবার এ তথ্য জানান।

তিনি জানান, এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২টি সেক্টরে সাইবার মনিটরিং সেল গঠন করা হবে। সদর, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ থানা সেক্টর-১ এর আওতাভুক্ত এবং কুলাউড়া, জুড়ী ও বড়লেখা সেক্টর-০২ এর আওতাভুক্ত থাকবে। তাছাড়া জেলার সকল অফিসার ও ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার মনিটরিং করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার্স ইনর্চাজগন, হিন্দু নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102